ঈদকে সামনে রেখে বন্দর থানার আইন শৃঙ্খলা কঠোর থাকবে -এম এম মঈনুল ইসলাম
রিতা আক্তার (চট্টগ্রাম) : বন্দর নগরীর বন্দর থানার অফিসার ইনচার্য এমএম মঈনুল ইসলামের সাথে পবিত্র ঈদুল আযহাকে উপলক্ষ্য করে আলাপকালে তিনি বলেন, ঈদকে সামনে রেখে সর্বচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, দেশ হয়েছে ডিজিটাল, মানুষ হয়েছে সভ্য, তার সাথে যোগান দিয়ে বেড়েছে অপরাধের সংখ্যা , পাল্টেছে অপরাধীদের কাজের ধরন। তাই আমাদের পুলিশ বাহিনী সর্বদা কৌশলের সাথে কাজ করবে । ঈদে ঘরমুখে মানুষের যাতে কোন ধরনের ভোগান্তি না পোহাতে হয় সেদিকেও আমরা নজর রাখবো সর্বদা ।
আজ্ঞানপার্টি, মলমপার্টি, পকেটমার, চুরিডাকাতি, যেন না হতে পারে সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজর থাকবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে , এবং ঈদের পরে অস্ট্রোলিয়া-বাংলাদেশ খেলা চট্টগ্রামে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তা নিয়েও নিরাপত্তার ব্যবস্তা করা হয়েছে।
সিএমপি কমিশনার ইকবাল বাহার চৌধুরীর বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনের রেখে ঘরমুখি মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, এবং নিরাপদে শহর ত্যাগ করতে পারে, সেই ব্যাপারে সিএমপির প্রতিটি থানাকে অবগত করা হয়েছে ।