ফেনীতে র্যাবের তল্লাশীতে ৬ শত বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১
এম.রফিকুল ইসলাম(চট্টগ্রাম) : বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
র্যাব-৭, ফেনী ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা সীমান্ত এলাকা হতে চট্টগ্রামের দিকে গাড়িতে বহন করে মাদকদ্রব্য (ফেনসিডিল) নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস আভিযানিক দল ফেনী মডেল থানাধীন ফাজিলপুর ইউনিয়নের পূর্ব রাজনগরস্থ ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের বাম পাশে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। গাড়ি তল্লাশীকালে চট্ট মেট্রো-গ-১১-২৬৬৪ কালো রংয়ের টয়োটা প্রাইভেটকার সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে র্যাব সদস্যদের অতিক্রম করে সামনে গিয়ে রাস্তার পাশে থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় র্যাব সদস্যদের সহযোগিতায় আসামি মোঃ শহিদুল আলম (৫২) কে আটক করে র্যাব। আসামিকে জিজ্ঞাসাবাদ করে তার দেখানো ও সনাক্ত মতে আটককৃত প্রাইভেটকারের পিছনের বক্সের ভিতর ৩ টি বস্তার মধ্য হতে ৬০০ বোতল ফেন্সিডিল যার মূল্য অনুমান তিন লক্ষ টাকা এবং প্রাইভেটকারের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রকাশ করে সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে গাড়ি চালানোর মাধ্যমে ফেনসিডিল বহন পাচার করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।