বিচার বিভাগের প্রতি আস্থাহীনতা গণতন্ত্রের জন্য সুখকর নয়
সুপ্রিম কোর্টের কোনো রায় নিয়ে কারো দ্বিমত থাকলে আইনি উপায়ে তার জবাব দেয়া যেতে পারে তবে এটি নিয়ে আদালতের বাইরে তর্ক-বিতর্ক কোনোভাবেই সমীচিন নয় বলে অভিমত আইনজ্ঞদের।
তারা বলছেন, এতে করে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা তৈরি হতে পারে, যা গণতন্ত্রের জন্য সুখকর নয়। তবে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে একটি বিশেষ মহল ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও এর পর্যবেক্ষণ নিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা করছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং এর পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক অঙ্গণের পাশাপাশি উত্তপ্ত আইন অঙ্গনও। সর্বোচ্চ আদালত প্রাঙ্গনে প্রতিদিনই চলছে পক্ষে-বিপক্ষে সমাবেশ। দেশের বড় দুই রাজনৈতিক দলের আইনজীবীদের সংগঠনগুলোর মধ্যে কেউ কেউ যেমন ওই রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন, আবার এটি বাতিল চেয়ে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিও তোলা হচ্ছে।
সর্বোচ্চ আদালতের কোনো রায় বা পর্যবেক্ষণ নিয়ে এ ধরনের অবস্থান কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবীরা।
তিনি বলেন, কোনো রায় নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিকার চাওয়ার অন্যতম জায়গা আদালত, এর বাইরে গিয়ে কোনো সমালোচনা বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে। তবে আদালত বিষয়ক কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার তাগিদ তাদের।
রাজনৈতিকভাবে ফায়দা লুটতে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটি বিশেষ মহল বিচার বিভাগ, সংসদ ও সরকারকে মুখোমুখি অবস্থানে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন আইনজ্ঞরা।