কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনে দক্ষ জনবল তৈরির বিকল্প নেই: অর্থমন্ত্রী
জাতীয় প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার— এরইমধ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার সকালে সচিবালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সমন্বয় রাখতে হলে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। ২০১১ সালে সরকার স্কিল ডেভেলপমেন্ট" নামে প্রকল্প হাতে নিলেও নানা কারণে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।
এবার প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের সকল উপজেলায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার কথা বলেন। সেখানেও দক্ষ প্রশিক্ষকের ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী।
এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিজেদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন অর্থমন্ত্রীর কাছে।