হজের মূল আনুষ্ঠানিকতা শুরু চারদিন পরই
প্রতি বছরের মত এবারও পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সৌদি আরবে যাচ্ছেন। বাংলাদেশ থেকে যাওয়া হাজীদের সার্বিক সহায়তার জন্য সেখানে প্রস্তুত রয়েছেন বাংলাদেশ থেকে যাওয়া সেবাদানকারী কয়েকটি দল।
আর চারদিন পরই শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। এরইমধ্যে যারা সৌদি আরবে পৌঁছেছেন তাদের অনেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহুআলাইহি ওয়াসাল্লামের রওযা মুবারক জিয়ারত করতে মদীনা মুনাওয়ারায় যাচ্ছেন।
কেউ যাচ্ছেন মক্কা আল মুকাররমায়। হাজীরা যেখানেই যাচ্ছেন- তাদের সহায়তায় সৌদি আরবে রয়েছে বাংলাদেশ হজ অফিস।
তৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার পাশাপাশি উন্নত সেবা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক দলও।
বাংলাদেশ থেকে আগত হাজীদের তথ্য সেবার জন্য কাজ করে যাচ্ছে আইটি টিম। দেশ থেকে আসার পর, বাসা খুঁজে দেয়া থেকে শুরু করে তাবুর ঠিকানাসহ সব ধরনের তথ্য সংরক্ষণে নিয়োজিত রয়েছেন তারা।
প্রতি বছরের মতো স্থানীয়ভাবে নিয়োগ করা হজকর্মীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ৬ হাজার ৭৯৪ জন। এবারের হজ অনুষ্ঠিত হবে আগামী ৩১শে আগষ্ট।