শ্রীপুরে মোবাইল কোর্টে অভিযান জুয়ার আসর পুড়িয়েদিলো
প্রশাসন টি.আই সানি,গাজীপুর প্রতিনিধিঃ শ্রীপুরে রবিবার রাতে শ্রীপুর পৌরসভার ২নং সি.এন্ড.বি নাম স্থানে শ্রভাবশালীদের ছত্রছায় পরিচালিত অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের প্যান্ডেল ভেঙে দিয়েছে প্রশাসন, স্বস্তি নেমে এসেছে এলাকায়। সময় ২৫ ব্যক্তিকে আটক, ৫টি ব্যক্তিগত গাড়ি ও ৩টি মোটরবাই জব্দ করা হয়েছে। জব্দকৃত ৩টি মোটরসাইকেল ও মেলার ভিভিন্ন স্থাপনা আগুন নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা জানান, বড় একটি প্রভাবশলী চক্র মেলার নামে জুয়া, হাউজি, লটারী ও অশ্লীল নৃত্যের আয়োজন করে বলে তথ্য পেয়েছি। এসব অশ্লীলতায় জড়িয়ে উঠতি বয়সের ছেলেরা বিপথগামী হয়ে অপরাধপ্রবণ হচ্ছে মেলার প্রভাবে এলাকার চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে বলেও অভিযোগ রয়েছে। এসব মেলার কোন অনুমতি থাকার সুযোগ নেই। যারা এ ধরনের আয়োজন করছে তারা কোন ক্রমেই পাড় পাবে না। এদের বিরুদ্ধে অভিযান অব্যবহ থাকবে। উপজেলা নির্বাহী অফিসার রেহানা আকতার জানান, এই এলাকাটিতে কয়েদনি ধরে মেলার নামে জুয়া, লটারী, হাউজি, অশ্লীল নৃত্যের আসবর বসিয়েছে একটি চক্র। এ বিষয়ে ¯’ানীয় বিভিন্ন সূত্রে খবর পেয়ে আজ রবিবার রাত অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে জুয়ার ২০টি পট, ২টি নৃত্যের মঞ্জ ও মেলায় ব্যবহৃত সকল সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আয়োজনের সাথে ২৫জন ব্যক্তিকে আটক করে র্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযান পরিচালনার সময় উপ¯ি’ত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট রাহেনুল ইসলাম, নির্বাহী মেজিষ্ট্রেট রাসেল মিয়া ও কুদরত-এ-খুদা সহ প্রশাসনের উচ্চ”পদস্থ’ কর্মকর্তাগন।