অসুস্থ পশু হাটে বিক্রির জন্য না আনার আহ্বান খোকনের
কোরবানীর হাটে অসুস্থ পশু বিক্রির জন্য না আনার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশেনের আওতাধীন রাজধানীর সব এলাকার বর্জ্য অপসারণ করা হবে।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন দুই সিটি করপোরেশনের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
এবার নগরীতে পশু কোরবানীর জন্য এক হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এছাড়া কোরবানীর পশুর বর্জ্য অপসারণে দুই সিটি করপোরশেনের নেয়া নানা পদক্ষেপও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে বসা স্থায়ী - অস্থায়ী পশুর কোরবানীর হাট এবং কোরবানীর পশু বর্জ্য অপসারণে বরবারের মতো এবারও ঢাকার দুই সিটি করপোরেশন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
পশু কোরবানীর স্থান নির্ধারণ, বর্জ্য অপসারণের ব্যাগ বিতরণ, কর্মকর্তা - কর্মচারিদের ছুটি বাতিল, প্রচারণাসহ এসব কর্মসূচি দুই সিটি করপোরেশন এবার যৌথভাবে পরিচালনা করবে।
সকালে নগর ভবনে যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এসব পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি জানান, পশুর হাটসহ এবার নগররীর বর্জ্য অপসারণে মোট ১৭ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করবেন।
তিনি নগরবাসীকে আশ্বস্ত করেন, এবারও ঈদের দিনের দুপুর ২টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর বর্জ্য সরানো হবে।
ইজারাবিহীন পশুর হাট নিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, রাজস্ব আদায়ের কথা বিবেচনা করে ইজারা না হওয়া হাটেও পশু বিক্রির অনুমতি দেয়া হয়েছে।