সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে রোহিঙ্গাদের মৃত্যু দেখছে: রিজভী
সরকারের দুর্বল কূটনীতিক তৎপরতার কারণেই বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, 'সারাদেশের মানুষ রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল অথচ বাংলাদেশ সরকার নির্বিকার, নির্বাক, নিঃশ্চুপ এবং তারা দাড়িয়ে দাড়িয়ে দেখছে রোহিঙ্গাদের মৃত্যু। রোহিঙ্গাদের আশ্রয় দিবেন না, কারণ আপনি বিশ্ব সম্প্রদায়কে দেখাতে চান আপনি মুসলমান বিরোধী। তাদের এই দুর্বল কূটনৈতিক তৎপরতার কারণে আজকে রোহিঙ্গারা মানবেতর জীবন যাপন করছে।'