বন্যার্তদের মাঝে ত্রান বিতরন অব্যাহত-জয়পুরহাট জেলা জাতীয় পার্টির।
মো:নাহিদ আখতার:জয়পুরহাট:-সারা দেশের ন্যায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে সৃষ্টি বন্যায় জয়পুরহাট জেলার প্রায় সব নিন্মঅঞ্চলের মানুষ এখনো রয়েছে পানি বন্দি।
এ সকল পানি বন্দি অসহায় মানুষের দারপ্রান্তে -প্রয়োজনীয় ওষুধ,আটা,চালের মতো নিত্য প্রয়োজনীয় ত্রান সামর্গ্রী পৌছে দিয়ে এবং তাদের দুঃখ,কষ্টে পাশে থেকেই দিন পার করছেন জয়পুরহাট জেলা জাতীয় পার্টির নেতাকর্মী।
আজ ২৯ আগষ্ট-জয়পুরহাট জেলার দোগাছী ইউনিয়নের-ঈশ্বরপুর,ইদূয়া,নওপাড়া
ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন-জেলা জাতীয় পার্টির সভাপতি-মো: হেলাল উদ্দিন,সাধারন সম্পাদক-তিতাস মোস্তফা সহ জাতীয় পার্টির নূরুল্লাহ মাসুম,মাহফুজুর রহমান,ফরহাদ হোসেন, আতিকুল ইসলাম শান্ত,তনু মোস্তফা,লোকমান হোসেন ও দোগাছী ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মী।
সংক্ষিপ্ত বক্ত্যবে-জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক-তিতাস মোস্তফা বলেন বাংলাদেশে ৮৮ সালের বন্যার কথা আজও মনে রেখেছে সে সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত্য মানুষ। জাতীয় পার্টির চেয়ারম্যান এবং তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ ৮৮ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত্যদের নিজে কোমর পানি ঠেলে যেভাবে সাহায্য করেছেন তা ভুলে নাই বাংলাদেশের মানুষ। তার নির্দেশ ও পরামর্শেই আমরা জয়পুরহাট জেলা জাতীয় পার্টি আজ বন্যার্তদের পাশে তাদের দুঃখ,কষ্টে যথাসাদ্ধ্য চেষ্টা করছি সাহায্য করতে।
এক প্রশ্নের জবাবে তিতাস মোস্তফা জানান এবার বন্যায় ক্ষতিগ্রস্ত্য জয়পুরহাট জেলার সব এলাকায় জাতীয় পার্টি প্রথম থেকেই ত্রান সামর্গ্রী বিতরন করে আসছে এবং তা অব্যাহত আছে।