পান্ডবের তান্ডবে দিশেহারা নলুয়াবাসী অসহায়দের পাশে দাড়লেন ইউপ চেয়ারম্যান
উত্তম কুমার, বাকেরগঞ্জ:
বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের বাড়ি-ঘর, স্কুল, সাইক্লোণ শেল্টার, মসজিদ, মন্দির, গাছপালা ও কৃষিজমি বিলীন হয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছে ভাঙ্গন কবলিতরা। হঠাৎ পান্ডব নদীতে প্রবল স্রতে দেখা দেওয়ায় ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয়েছে। উত্তর নলুয়া ফেরিঘাট, বাড়ই বাড়ি, হাজীপুর ভুইয়া বাড়ি, পশ্চিম নলুয়া ১০ কিলোমিটার জুড়ে দুইশ পরিবার ভাঙ্গনের শিকার হয়ে গৃহহীন হয়েছে। তারা রাস্তার উপরে মানবেতর জীবন কাটাচ্ছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে কালু হাওলাদারের বাড়ি চোখের পলকে দেবে গেলে গাছপালাসহ আটটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই পরিবারগুলো ভাঙ্গনের শিকার হয়ে গৃহহীন হয়ে অন্যত্র চলে যাওয়ার জন্য দিকবিদিক ছুটাছুটি করছে আশ্রয়ের সন্ধানে। আশে পাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, পাকা স্থাপনা, ফসলি জমি হুমকীর মুখে রয়েছে। ভাঙ্গনের আতঙ্কে পরিবারগুলো তাদের বসত ঘরের জিনিস পত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। দীর্ঘ দিনের বসত বাড়ি ফেলে যাওয়ার সময় অনেক নারী পুরুষকে অঝোর ধারায় কান্না করতে দেখা গেছে। গতকাল ১০টায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে নলুয়ার ইউপি চেয়ারম্যান আ. স. ম ফিরোজ আলম খান প্রত্যেক পরিবারকে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। তিনি নদীর তীরবর্তী এলাকা থেকে গ্রামবাসীকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহবান জানান। ক্ষতিগ্রস্থদের সহায়তা ও পুণর্বাসনের আশ্বাস দেন।