হত্যা-গুম-খুনের রাজনীতি বেছে নিয়েছে সরকার: মির্জা ফখরুল
ক্ষমতায় টিকে থাকতে হত্যা-গুম-খুনের রাজনীতি বেছে নিয়েছে সরকার— সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
নানা কর্মসূচিতে দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।
বিগত বছরগুলোতে নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, তাদের লড়াই এখনো চলছে।
এছাড়া, রোহিঙ্গা ইস্যুতে এক প্রশ্নে বিএনপির মহাসচিব অসহায়দের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিগত ১৯৭৮ সালে ১৯ দফা কর্মসূচি দিয়ে দলটি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতারা বলেন, গুম-খুন করে ক্ষমতায় টিকে আছে সরকার।
তাই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ— এছাড়া, নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
দেশের প্রধান দুই রাজনৈতিক দলের একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রে আসীন হয়ে দেশের প্রথম সেনাশাসক লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন এ দল।
খুব দ্রুতই জনপ্রিয়তা ও নির্বাচনে সাফল্যও পায় দলটি।
বিএনপি গড়ার প্রক্রিয়ায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া প্রথম গঠন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল- জাগদল। পরে তা বিলুপ্ত করে আত্মপ্রকাশ ঘটে বিএনপির। ডান, বাম ও মধ্যপন্থী রাজনৈতিক নেতারা শামিল হন এই দলে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে জিয়া সামনে নিয়ে আসেন ১৯ দফা কর্মসূচি যাকে মূলভিত্তি করা হয় দল ও দেশ পরিচালনার।
১৯৮১ সালে জিয়া হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন তার সহধর্মিনী খালেদা জিয়া। জিয়ার দাঁড় করানো সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকেই দল পরিচালনা করে একাধিকবার ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং সেই থেকে দলের চেয়ারপারসনও তিনি।
এবার দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দেশে নেই বিএনপির চেয়ারপাসরসন খালেদা জিয়া।
চিকিৎসার জন্য তিনি লন্ডনে থাকায় শুক্রবার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে হত্যা-গুম-খুনের রাজনীতি বেছে নিয়েছে সরকার।
বিগত বছরগুলোতে নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, তাদের লড়াই এখনো চলছে।
এছাড়া, রোহিঙ্গা ইস্যুতে এক প্রশ্নে বিএনপির মহাসচিব অসহায়দের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।