আগামী বছর তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপু
আগামী বছরের মধ্যে জাতীয় গ্রিডে আরো তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে পৌনে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
আগামী গ্রীষ্ম, রোজা আর সেচকে টার্গেট করে এ বিদ্যুৎ সংযুক্ত করা হবে বলে জানিয়ে বিপু বলেন, আগে যেখানে প্রতি বছর ১২০০ মেগাওয়াট চাহিদা থাকত এখন তা বেড়ে দাড়িয়েছে ২০০০ মেগাওয়াটে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও জানান, ঝড়ে যেসব সঞ্চালন লাইন নষ্ট হয়েছিল তা ঠিক করা হয়েছে।