দুর্যোগ মোকাবেলা করেই আমাদের চলতে হবে: প্রধানমন্ত্রী
ভৌগলিক অবস্থার কারণে নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের নিয়তি— এ দুর্যোগ মোকাবেলা করেই আমাদের চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার বন্যায় দুর্ভোগ হলেও প্রাণহানী ঠেকাতে সরকার সফল—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার ও দল হিসেবে আওয়ামী লীগসহ সকলে সম্মিলিতভাবে বন্যাকবলতি এলাকায় তৎপর ছিল।
এ সময় তিনি অভিযোগ করেন, অতীতে বিএনপি সরকারে থাকা অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ হলেও সে সম্পর্কে কোন পদক্ষেপই নিত না।
বুধবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক কার্যক্রমের পাশাপাশি হাওর অঞ্চলে আগাম বন্য, ঘূর্ণিঝড় মোরা, পাহাড় ধস এবং উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা মোকাবেলায় নেয়া কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যত করণীয় ঠিক করতে বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা।
সভার সূচনা ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভৌগলিক অবস্থার কারণে ব-দ্বীপে একটা সময় পরপর বন্যা আসে তা মোকাবেলা করেই আমাদের এগুতে হবে।
ভবিষ্যতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কি ধরণের পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানী রোধ করা যাবে সে সম্পর্কে চিন্তাভানা করা উচিত বলে জানান প্রধানমন্ত্রী।