বিদ্যুতের আলোয় আলোকিত রাণীনগরে অর্ধশতাধিক পরিবার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার অংশ হচ্ছে শতভাগ বিদ্যুতায়ন। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের নলদিঘী গ্রামে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার নলদিঘী গ্রামের ৭১টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
নলদিঘী গ্রামবাসির আযোজনে ও সাবেক বড়গাছা ইউপি চেয়ারম্যান ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর রহমানের সভাপত্বিত্বে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর সাবজোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. মোতাছিম বিল্লাহ, নওগাঁ জেলা পরিষদ সদস্য মো. আব্দুল মান্নান, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রোকুনুজ্জামান মোহন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শহিদুল ইসলাম হেলাল, বড়গাছা ইউপি’র যুগ্ম আহŸায়ক মো. নাজিম উদ্দিন, একডালা ইউপি’র আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন, বড়গাছা ইউপি সদস্য মো. রাজ্জাক হোসেন, একডালা ইউপি’র ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাঙ্গা আলী প্রমুখ।