রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার : মির্জা ফখরুল
জনবিচ্ছিন্ন সরকার রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের খাদ্য, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে বলেও জানান তিনি।
মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, তাদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
এসময় বিএনপি মহাসচিব মিয়ানমার সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে।
এ অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান বিএনপির এ নেতা।