নতুন ভবনে যেতে আরো ১বছর সময় চাইলো বিজিএমইএ
নতুন ভবনে যেতে আদালতের কাছে আরো একবছর সময় চেয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএয়ের সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।
শনিবার দুপুরে বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এ কথা বলেন তিনি।
সভাপতি জানান, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর এ শুনানি অনুষ্ঠিত হবে— বিজিএমইএ শুধু পোশাক কারখানার কাজই করে না, সরকারেরও অনেক কাজ এ ভবন থেকে করা হয়।
তিনি বলেন, ‘আমরা একান্তভাবে আশা করি, সমগ্র অর্থনীতিতে পোশাকশিল্পের অবদান বিবেচনা করে মহামান্য আদালত আমাদের এ আবেদন বিবেচনা করবেন।’
বিজিএমইএর সভাপতি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজিএমইএর দাপ্তরিক কাজ সুচারুভাবে করার জন্য একটি ভবন ভাড়া করার চেষ্টা করেছি আমরা। তবে ৩০০ কর্মীর কাজ করার মতো উপযুক্ত ভবন না পাওয়ার কারণে মহামান্য হাইকোর্টের নির্দেশমতো নির্ধারিত সময়ে ভবনটি স্থানান্তর করতে পারিনি যা-ই হোক, আমরা জমি পেয়েছি। কাজও শুরু করেছি।’
উত্তরায় নতুন জমিতে ভবন তৈরির জন্য কনসাল্টেন্ট নিয়োগ দেয়া হয়েছে—খুব দ্রুত কাজ শুরু হবে বলেও জানান বিজিএমইএ সভাপতি।
গত মার্চ মাসে উচ্চ আদালতের নির্দেশে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যালয় সরাতে বিজিএমইএকে ছয় মাস সময় বেধে দেয় আদালত। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর সেই সময় শেষ হচ্ছে।
তবে গত ২৩ আগস্ট এক বছর সময় চেয়ে আদালতে আবেদন করেছে বিজিএমইএ।