সুনামগঞ্জে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে, দেশবরেণ্য সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর স্মরণে শোকসভা
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে প্রখ্যাত সাংবাদিক, খ্যাতনামা লেখক, কলামিস্ট, মুক্তিযুদ্ধের সংগঠক ও সক্রিয় মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সালেহ চৌধুরীর স্বরণে শোকসভা অনুষ্টিত হয়েছে। শনিবার বেলা ১টায় শিল্পকলা একাডেমীর আব্দুল হাই মিলনায়তনে শোকসভায় মিলিত হন তাঁর রণাঙ্গনের সাথী মুক্তিযুদ্ধা, আইনজীবি,নাট্যকার, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, জেলা ও জেলার বাহিরের তাঁর শুভাকাঙ্খী গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রয়াতের শোকাহত পরিবারবর্গ। শোকসভায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীরের সঞ্চালনায় ও সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতেই প্রয়াত সাংবাদিক সালেহ চৌধুরীর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের সচিব মর্তুজা আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সিলেটের সাংবাদিক নেতা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুারো আল আজাদ, সুনামগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) খায়রুল কবির রুমেন, সিনিয়র আইনজীবী ও কলামিস্ট হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা গবেষক আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, প্রমুখ। স্বাগত বক্তব্যে রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী প্রয়াত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সংগঠক সালেহ চৌধুরীর আত্মজীবনী তুলে ধরেন। সুনামগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) খায়রুল কবির রুমেন তার বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মধ্যে সাংবাদিক সালেহ চৌধুরীর নামে একটি সড়ক নামকরণ করার দাবী জানান।
শোকসভায় বক্তারা বলেন, সালেহ চৌধুরী একাধারে মুক্তিযোদ্ধা, সংগঠক, চিত্রশিল্পী, ভাস্করশিল্পী, সাংবাদিকতার পাশাপাশি এলাকার নিপীড়িত মানুষের দেখবাল করেছেন। এলাকার উন্নয়ণের জন্য নানা ধরনের পদক্ষেপে তার ভূমিকা রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপদেষ্টা হিসেবে কাজও করেছেন তিনি। যে কোন বিষয়ে সিদ্ধান্তের জন্য তাঁর উপর নির্ভরশীল ছিলেন। আগুনের পরশমনি ছবির গেটাপ, পোশাক, মুক্তিযোদ্ধাদের আচরণ নিয়ে হুমায়ুন আহমেদ তাঁর সাথে আলোচনা করে ছবিটি নির্মাণ করেছেন। শোকসভায় প্রয়াত এই সাংবাদিকের পরিবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আবেদ মাহমুদ চৌধুরী, মাহতাব উদ্দিন তালুকদার ,মাসুম হেলাল, সেলিম আহমদ তালুকদার , মাহমুদুর রহমান তারেক , জাকির হোসেন, হিমাদ্রী শেখর ভদ্র, ঝুনু চৌধুরী, একে কুদরত পাশা, শাহজাহান চৌধুরী, একেএম মহিম, মাসুক মিয়া, শাহাবুদ্দিন আহমদ, মো. আমিনুল ইসলাম, মো. জসিম উদ্দিন, আশিকুর রহমান পীর, আমিনুল হক, রাজন মাহবুব, বিশ^জিৎ সেন পাপন, বিপ্লব রায়, শহীদ নূর আহমদ, আব্দুল কাইয়ুম, রুজেল আহমদ, শহীদুজ্জামান মুন্না।