ছাতকে লন্ডন প্রবাসির বাসায় হামলায় থানায় এজাহার
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে লন্ডন প্রবাসির বাসায় হামলার অভিযোগে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। শহরের মন্ডলীভোগস্থ ছোরাবনগরের জাহানারা মঞ্জিলের বাসিন্দা ৫সেপ্টেম্বর এঅভিযোগ দায়ের করেন। মামলার অভিযোগ করা হয়, ১সেপ্টেম্বর রাতে বাদি শানুর মিয়ার স্ত্রী লন্ডন প্রবাসি জাহানারা বেগমের ২১৭জেএলস্থিত মন্ডলীভোগ মৌজার এসএ ৭৬ ও হালে ৪৭৪দাগের ২২শতক ভূমির উপর ১তলা বাসা, দোকান ও খালি ভূমিতে বসবাসরত থাকা অবস্থায় কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের মৃত আব্দুন নূরের পুত্র রফিক মিয়া ও পৌরসভার বৌলা মহল্লার হাজি ইলিয়াছ আলীর পুত্র বদরুল মিয়া বাসার দরজায় এসে সজোরে আঘাত করতে থাকে। এসময় জাহানারা বেগমকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে বাসা থেকে ধরে জোরপূর্বক বের করে দেয়ার হুমকি দেয়। এসময় প্রবাসি জাহানারাও তার বাসার আগত আত্মীয়-স্বজনকে হুমকি দিয়ে আসছে। অভিযুক্তরা বাসার ভূমি জবর-দখলের লক্ষ্যে নানাভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে বলে এজাহারে বলা হয়। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। পুলিশ এজাহার দায়েরের সত্যতা স্বীকার করেছে।