শ্রমিক নেতা সরোয়ারের নেতৃত্বে শরণার্থীদের সহযোগীতার উদ্যোগে
আব্দুস সাত্তার, নিজস্ব পতিবেদকঃ
কক্সবাজার উখিয়ায় আশ্রিত রোহীঙ্গা শরণার্থীদের ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে বিভিন্ন মহলে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। শিল্পাঞ্চল-আশুলিয়ায় শ্রমিক নেতা সরোয়ারের নেতৃত্বে রোহীঙ্গা শরণার্থীদের সহযোগীতার উদ্যোগ নিয়েছে পোশাক শ্রমিকরা। সোমবার বিকেলে ইউনিক এলাকায় সর্বস্তরের কাছে সহযোগীতা চেয়ে হাত বাড়ানোর দৃশ্য চোখে পড়ে।
পরে শ্রমিক নেতা সরোয়ারের সঙ্গে কথা হলে তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ক·বাজার উখিয়ায় আশ্রিত অসহায় রোহীঙ্গা শরণার্থীদের সাহায্যের জন্য শ্রমিকরা উদ্যোগ নিয়েছে। তারা পুরানো জামা-কাপড় থেকে শুরু করে ¯^-ইচ্ছায় যে যা দিচ্ছে তাই সংগ্রহ করছে। আমরা এখান থেকে আগামী শুক্রবার রাতে শরণার্থীদের সহযোগীতার উদ্দেশ্যে রওয়ানা হবো। এর আগেও আমরা বন্যার্তদেরকে এভাবে সহযোগীতা করেছি। সমাজের বিত্তবানদের কাছে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানান এই শ্রমিক নেতা।