সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না সু চি
মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না।
বুধবার সু চির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। নিউইয়র্কের জেনেভায় জাতিসংঘের সদরদপ্তরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় এ অধিবেশন শুরু হয়।
এ অধিবেশনে শিক্ষা, পরিবেশ, সামাজিক উন্নয়ন, বাণিজ্য, লিঙ্গ, মানব উন্নয়ন, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবন, পানি ও পয়ঃনিস্কাশনের মতো ইস্যুগুলোও প্রাধান্য পাবে।
অধিবেশনের সভাপতি মিরোস্লাভ লাজক্যাক এবারের অধিবেশনে সংঘাত প্রতিরোধকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন বলে জানিয়েছেন।
এছাড়া মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হত্যা-নির্যাতন থেকে বাঁচতে সংখ্যালঘু রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ায় সৃষ্ট সঙ্কট তুলে ধরবে বাংলাদেশ।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানও সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানা গেছে।