গাংনীতে মহিলামেম্বরের হাতে পায়ে ধরে ইউপিচেয়ারম্যানের ক্ষমা প্রার্থনা২ লক্ষ টাকার বিনিময়ে অভিযোগ প্রত্যাহার
মেহেরপুর প্রতিনিধি : গাংনীতে অবশেষে মহিলা মেম্বরের হাতে-পায়ে ধরে ইউপি চেয়ারম্যানের ক্ষমা প্রার্থনার খবর পাওয়া গেছে।২লক্ষ টাকার বিনিময়ে মহিলা মেম্বর আছমিনারাকে ম্যানেজ করে অভিযোগ তুলে নিতে আপোষ করে। আজ বৃহস্পতিবার মহিলা সদস্য আছমিনারা খাতুন সশরীরে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রত্যাহার করে নেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ২ নং তেঁতুলবাড়ীয়া ইউপির অধীন ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য আছমিনারা খাতুনের সাথে ইউপি চেয়ারম্যান (বিএনপি সমর্থিত ) জাহাঙ্গীর আলম পরিষদের মধ্যে এবং বাইরে সবখানে দলীয় প্রভাব বিস্তার করে অশোভন, অনৈতিক এবং অকথ্য ভাষায় গালাগালি করে লাঞ্ছিত করে থাকে।এছাড়া পরিষদে বরাদ্দকৃত প্রকল্প থেকে বঞ্চিত করে থাকে। এমনকি পরিষদে প্রবেশ করলে মারপিট করারও হুমকি দেয়া হয়।একইভাবে আওয়ামীলীগ করার কারণে চেয়ারম্যান সকল প্রকল্প সুবিধা ও ভাতা থেকেও বঞ্চিত করে রাখে।
মহিলা মেম্বর আছমিনারা বলেন, আমি রজি ছিলাম না ।আমাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অভিযোগ তুলে নিতে চাপ সৃষ্টি করে।আমাকে গোপন পথ দিয়ে আমার অমতে অভিযোগ তুলে নিতে জেলা প্রশাসক এর থেকে নিয়ে যায়।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এই অভিযোগ অস্বীকার করে বলেন, ২ লক্ষ টাকা দেয়ার বিষয়টি মিথ্যা।সকল মেম্বরদের নিয়ে সমস্যার সমাধান করা হয়েছে।
এব্যাপারে মহিলা সদস্য আছমিনারা খাতুন সশরীরে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।