বেনাপোলে ২১ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মুল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার বেনাপোল কাস্টমস হাউসের সামনের গলির মধ্যের একটি ঘরে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা এ বিপুল টাকা মুল্যের মালামাল জব্দ করেন।
এসব মালামালের মধ্যে রয়েছে ৪৬ হাজার ৬শ’ ৭৫ পিচ ইনজেকশন সেট,৩৯ হাজার ৯শ’ পিচ সার্জিক্যাল গ্লাবর্স সেট,৫৫০ পিচ সার্জিক্যাল জেলী জব্দ করেছেন।বিজিবি সদস্যরা অপর এক অভিযানে ৪৬ প্যাকেট জদ্দা,৩০ প্যাকেট বাজি ও চার বোতল ফেনসিডিলসহ তরিকুল (২২) নামে এক যুবককে আটক করেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুজ্জামান বলেন.জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা। ফেনসিডিলসহ আটক আসামীর নামে মাদক আইনে মামলা দিয়ে পোর্ট থানা পুলিশের নিকট হস্তন্তর করা হবে।
এবং জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের নিলাম শাখায় জমা দেওয়া হবে বলেও তিনি জানান।