বেশি চার্জ থাকা ব্যাটারিসহ নোকিয়ার আরও দুটি স্মার্টফোন
এ বছরই নোকিয়া স্মার্টফোন নিয়ে বাজারে এসেছে এইচএমডি গ্লোবাল। এরই মধ্যে চারটি মডেলের স্মার্টফোনও বাজারে এনেছে ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠানটি।
জানা গেছে, নোকিয়া ২ ও নোকিয়া ৯ মডেলের আরও দুটি স্মার্টফোনও এ বছর বাজারে আনবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে নোকিয়া ৯ হাইএন্ড ডিভাইস হলেও নোকিয়া ২ হবে বাজেট স্মার্টফোন।
নোকিয়ার এই বাজেট স্মার্টফোনের কিছু সম্ভাব্য ফিচার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। এতে থাকতে পারে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখন পর্যন্ত বাজারে আসা চারটি স্মার্টফোনেই ছিল আরও কম ক্ষমতার ব্যাটারি।
এ বছরেরই জুলাইয়ে গিকবেঞ্চে নোকিয়া ২ এর দেখা মিলেছিল। সে সময় বলা হয়েছিল, এই স্মার্টফোনে থাকতে পারে ১.২৭ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ন্যুগাটের কোথাও বলা হয়েছিল তখন। এছাড়া এতে থাকতে পারে ৫ ইঞ্চি ডিসপ্লে।
তবে এখন পর্যন্ত নোকিয়ার পক্ষ থেকে এই স্মার্টফোনটির বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।