রোহিঙ্গা ইস্যু নিয়ে আ’লীগ নয় বিএনপিই বিভেদ সৃষ্টি করছে: কাদের
রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার ঐক্যের বদলে বিভেদ সৃষ্টি করছে –বিএনপি যে অভিযোগ করেছে তার তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আওয়মী লীগ নয় বিএনপিই বিভেদ সৃষ্টি করছে–এ কথা উল্লেখ রোহিঙ্গা সংকট মোকাবেলায় বৈঠকের ব্যাপারে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি।
রোহিঙ্গা ইস্যুতে বিদেশে বসে বিএনপি চেয়ারপারসন অবাস্তব মন্তব্য করছে বলেও সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের চীন সফরের প্রাককালীন বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আগামী ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবে আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল।
বিকেলে ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ ব্যাপারে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠক শেষে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে বলে জানান তিনি— তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এ ব্যাপারে বিএনপির কোনো সদইচ্ছা নেই।
রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণের ট্রাক নিরাপত্তার জন্যই মূলত আটকে দেয়া হয়েছে উল্লেখ করে দেশে না এসে বিদেশের মাটিতে বসে বিএনপি চেয়ারপারসন কেন অবাস্তব মন্তব্য করছেন এমন প্রশ্নও তুলেন ওবায়দুল কাদের।
রোহিঙ্গ ইস্যুতে সারা বিশ্ব যেখানে সরকারকে সমর্থন দিচ্ছে শুধু বিএনপিই সরকারের বিপক্ষে কথা বলছে বলেও সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।