ফেনীতে হাইওয়ে পুলিশের আয়োজনে চালক-হেলপারদের প্রশিক্ষন কর্মশালা
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : নিয়ম মেনে গতি ঠিক রেখে গাড়ি চালালে পুলিশ কাউকে হয়রানি করবেনা। যারা রাস্তায় গাড়ি চালান তাদেরকে আইন জানতে হবে, শিখতে হবে। কি করলে পুলিশ আপনাদের জরিমানা করতে পারবে, মামলা দিতে পারবে এসকল বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে দূর্ঘটনা কমে আসবে। শুধুমাত্র মামলা দিয়ে জরিমানা করে দূর্ঘটনা দূর করা সম্ভব নয়।
ফেনী শহরের এসএসকে সড়কের স্টার লাইন ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের আয়োজনে চালক-হেলপারদের প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ এসব কথা বলেন।
শ্রমিক নেতা আজম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুলের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম সিকদার ও রহমত উলাহ, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, ফেনী ন্যশনাল কলেজের অধ্যক্ষ কর্ণেল (অব:) ছালেহ উদ্দিন, জেলা মিনি ট্রাক পিকআপ মালিক সমিতির সাধারন সম্পাদক আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: শাহীন।
পরিতোষ ঘোষ আরও বলেন, হাইওয়ে পুলিশ যদি কাউকে অন্যায়ভাবে হয়রানি করে আটক করে রাখে আমাকে জানাবেন। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তবে আপনাদের খেয়াল রাখতে হবে হাইওয়ে পুলিশের আইনের বাইরে গাড়ি চালালে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে। আর যেসমস্ত কুরিয়ার কার্গো সার্ভিস ওভার লোড করে মালামাল পরিবহন করে তাদের বিরুদ্ধে জরিমানা ও মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি কয়েকটি বাসের নাম উল্লেখ করে বলেন, যে সব বাস অতিরিক্ত স্পীডে গাড়ি চালিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে তালিকা করে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দেয়া হবে।
হাইওয়ে পুলিশ সুপার আরো বলেন, বাংলাদেশে অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে সড়ক দুর্ঘটনা অনেকটা কমেছে। কারন আমাদের চালকরা আগের চেয়ে অনেক সচেতন। তাই আমরা মহসড়কে দুর্ঘটনা যানজট কমাতে চালক ও শ্রমিকদের প্রশিক্ষনের ব্যবস্থা নিয়েছি।
এর আগে কুমিল্লায় চালক ও হেলপারদের প্রশিক্ষন দিয়েছি। আমরা দেখেছি বেশিরভাগ যানবাহনে ওভার লোড করে মালামাল পরিবহন করে। অনেক ড্রাইভার ওভার স্পীডে গাড়ি চালায় এবং ওভার টেক করে থাকে। অনেকে যত্রতত্র গাড়ি পার্কিং, মোবাইলে কথা বলা, বিশ্রাম না নিয়ে দীর্ঘসময় গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল না মানা ও ড্রাইভারদের নানা বিষয়ে অবহিত করেন।