শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১.আহত ৩
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। রবিবার সন্ধ্যা ৬ টার সময় যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়ীখালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই আবজাল হোসেন ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা ভোমরা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-১২২৫) হাড়িখালী বাস স্টান্ডে পৌছালে ট্রাক চালক নিয়ন্ত্রন হারিয়ে সামনে একটি যাত্রীবাহী সি এন জি ও ইজিবাইককে ধাক্কা দিয়ে পাশের গাছে লাগলে ঘটনাস্থলেই জনি হোসেন (২৭) নামে একজন নিহত হয়। সে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামের আব্দুল মান্নান মন্টুর ছেলে। আহতরা হলো লাউতাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান(৩০), ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইস্তা গ্রামের নাছির উদ্দীনের স্ত্রী আছিরন খাতুন (৪৫) ও একই গ্রামের মতিন তরফদার এর ছেলে আব্দুল লতিফ তরফদার (৫০)। আহতদের শার্শা উপজেলার নাভারন বুরুজ বাগান সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আছিরন ও আব্দুল লতিফের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরন করেন । ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষ্যম হলেও ট্রাক পুলিশ হেফাজতে আছে।