রোহিঙ্গা ইস্যু: চীনে যাচ্ছে আ’লীগের প্রতিনিধি দল
রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে মঙ্গলবার চীন যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। অক্টোবরে ভারত সফরে যাবে দলের আরেকটি প্রতিনিধি দল।
নেতারা বলছেন, এসব সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন জোরদার হবে তেমনি রোহিঙ্গা ইস্যুতে সেসব দেশকে পাশে পাওয়ার প্রচেষ্টা থাকবে।
সফরে যেহেতু বন্ধুপ্রতিম দেশ দুটির ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে মতবিনিময় হবে সেহেতু সেদেশর সরকারের কাছেও বাংলাদেশের বার্তা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশা আওয়ামী লীগ নেতাদের।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। ৯ দিনের এ সফরে দ্বি-পাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গা শরণার্থী ইস্যু।
দলের আন্তর্জাতিক সম্পর্ক দেখভালের সঙ্গে জড়িত নেতারা বলেন, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে চীনের সমর্থন আদায়ে চেষ্টা চালাবেন। রোহিঙ্গা শরণার্থীদের পাশে যেভাবে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার তা সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছে। এ সফরের মধ্য দিয়ে চীনকেও পাশে পাওয়া যাবে।
চীনের পর অক্টোবরের শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ভারত যাবে আওয়ামী লীগের আরেকটি প্রতিনিধি দল। এরইমধ্যে সেদেশের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণপত্র পাওয়া গেছে। সেখানেও রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরবেন আওয়ামী লীগ নেতারা।