'রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশ সফল'
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গারা তাদের ওপর চালানো হত্যাযজ্ঞের বিচার চাইতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশ সফল বলেও দাবি করেন আইনমন্ত্রী।
রোববার সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এ নবনিযুক্ত বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, 'মিয়ানমারকে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছেন এবং যথেষ্ট সফলতা অর্জন করেছে।'
এ সময় তিনি আলো বলেন, 'রোহিঙ্গারা চাইলে আন্তর্জাতিক আদালতে তাদের নির্যাতনের জন্য বিচার দিতে পারবে। কিন্তু এটা তারা কখন করবে তা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা যেটা করবো সেটা এই সংকটের একটা শান্তিপূর্ণ অবসানের চেষ্টা করবো।