সাভারে মা-মেয়ে আটক; জাল টাকা জব্দ ২০,০০০
আব্দুস সাত্তার, সাভার: সাভারে জাল টাকার ব্যবসার অভিযোগে মা-মেয়েকে আটক করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)এর একটি দল। এসময় তল্লাসী চালিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার জাল টাকা জব্দ করা হয়।
রোববার রাতে সাভারের নয়াবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রুপালী বেগম(৩৮), মিম(১৬)।আটক কৃত রুপালী বেগমের স্বামীর নাম আলাউদ্দিন।তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জেরর সিংগাইরে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ইস্রাফিল ও কুলসুম নামে আরো দুই জনকে আটক করা হয়।
ডিবি পুলিশের এস আই বদরুল জানান, রাতে সাভারের নয়াবাড়ি এলাকার সাহাব উদ্দিনের মালিকানাধীন কিছুক্ষন-১ নামের একটি বাড়িতে মোবাইল চোর আটকের জন্য অভিযান চালানো হয়। এ সময় ঘরে তল্লাসী চালিয়ে তাদের কাছ থেকে ২০ টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।