বাংলাদেশ দূতাবাসের অনুরোধে ক্ষমার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার
অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ করে দিতে সাধারণ ক্ষমার মেয়াদ আরো ৩০ দিন বাড়িয়েছে সৌদি আরব সরকার। এর আগের মেয়াদে বহু বাংলাদেশি ইচ্ছা থাকা সত্ত্বেও নানা সমস্যার কারণে সৌদি ছাড়তে পারেননি। তাদের কথা বিবেচনা করে বাংলাদেশ দূতাবাস সৌদি সরকারের কাছে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেন। সেই অনুরোধের প্রেক্ষিতে শুধুমাত্র বাংলাদেশি অভিবাসীদের জন্য এই সুযোগ বাড়ানো হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। কেননা, নির্ধারিত সময় শেষে অবৈধ অভিবাসীদের কঠোর শাস্তি দেয়ার হুঁশিয়ারি করেছে সৌদি সরকার।
সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আরো ৩০ দিন বাড়িয়েছে দেশটির সরকার। এ নিয়ে তৃতীয় বারের মত এই ক্ষমার সুযোগ বাড়লো। আবারও সময় বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেন সৌদি প্রবাসীরা।
এর আগে বিমান টিকেটের অভাব, সৌদি পাসপোর্ট অধিদপ্তর থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না দেয়াসহ বিভিন্ন কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে ফিরতে পারেননি। এবার এ ধরণের কোন সমস্যা হবে না বলে আশা করেন প্রবাসিরা।
নির্ধারিত সময়সীমা শেষে আর কোন অবৈধ অভিবাসীকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি সরকার। পরবর্তীতে শাস্তি মওকুফের কোন আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সাধারণ ক্ষমার সুযোগে অবৈধভাবে থাকা সব বাংলাদেশিকে দেশে ফেরার অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।