রোহিঙ্গাদের জাতিগত নিধন পরিস্থিতি নিয়ে বসছেন বিশ্বনেতারা
উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি ও মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধন পরিস্থিতিতে সোমবার জাতিসংঘে মিলিত হতে যাচ্ছেন বিশ্বনেতারা।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করবেন তারা।
এবারের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় উত্তর কোরিয়া ইস্যু গুরুত্ব পাবে। আলোচনা হবে মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নিধনের বিষয়েও।
এরইমধ্যে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের ওপর পরিচালিত নৃশংসতাকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেছেন।
মাত্র তিন সপ্তাহে ৪ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ফলে এ আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
রোহিঙ্গা সঙ্কট নিয়ে সমালোচনা ও আন্তর্জাতিক চাপের মুখে অধিবেশনে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের নেতা অং সান সুচি।