শ্রীপুরে জমি সংক্রান্ত বিরুধে সংঘর্ষ আহত ৪!
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে আজ সোমবার সকালে ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া সাতানিপাড়া নামক স্থানে জমি সংক্রান্ত বিরুধে হামলা ভাংচুর লুট পাটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ৪ জন।
আহতরা হলেন ফিরুজা বেগম(৩৫), আনুয়ারা বেগম (৬০), আকবর আলী (১৮), রমিজা বেগম (৩৩) জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ মুক্তার হোসেন (৪৫),ও বারেক মিয়া (৪০) নামে দুইজনকে আটক করেছেন।
জানা যায়, ওই গ্রাামের শামসুল হক এর সাথে সরাফত আলীর ছেলে মোস্তফা কামালের দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরুধ করে আসছে। দুই পক্ষের মধ্যে আদালতে মামলা বিচারাধীন আছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শামসুলহকের নেতৃত্বে ১৫/২০ জন র্দূবৃত্তের দল বিরুধ পূর্ণ জমি জবর দখল করতে আসে। এ সময় মোস্তফা কামালের মা ও বড় দুই বোন বাধাঁ দিতে গেলে জবর দখল কারীরা চার জনকে পিটিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। আহতদের শ্রীপুর হাসপাতালে আনলে আশংকা জনক আবস্থায় ফিরুজা বেগম ও রমিজা বেগমকে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় মোস্তফা কামাল বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পচাঁ শেখের ছেলে মোক্তার হোসেন ও আব্দুল মালেক মিয়ার ছেলে বারেক মিয়াকে গ্রেফতার করে। তদন্ত কারী কর্মকর্তা এস আই শহিদুল ইসলাম মোল্লা জানান, অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।