প্রতিবন্ধী শ্রমিকরা দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে; রুশনারা আলী
আব্দুস সাত্তার,সাভারঃ
প্রতিবন্ধী শ্রমিকরা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশী বংশদ্ভূত বৃটিশ সাংসদ রুশনারা আলী।
মঙ্গলবার সকালে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর সাভারের আশুলিয়ার গণকবাড়ি শাখায় প্রতিবন্ধী মানুষের জন্য মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের প্রশিক্ষনকেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় তিনি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের সাফল্য ও অভিজ্ঞতার কথা শুনেন। তিনি শরণার্থী শিবিরে ক্যাম্প পরিচালনার জন্য সিআরপির প্রশংসা করেন পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধীদের মেধা কাজে লাগিয়ে দক্ষ জনবল হিসেবে তৈরি করার জন্য সাধুবাদ জানান। এ ধরণের পিছিয়ে পড়া মানুষদের উৎসাহ জোগাতে বিভিন্ন কারখানার প্রশংসা করেন ও এগিয়ে আসার আহবান জানান।
মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের কাট্রি ডিরেক্টর সপ্না ভৌমিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত এলিসন ব্লেক। এছাড়া সিআরপি কর্মকর্তাসহ বিভিন্ন কারখানার পরিচালক ও মালিকগন উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন কারখানায় কর্মরত ও প্রশিক্ষণরত অর্ধশতাধিক প্রতিবন্ধী শ্রমিকগন।
পরে রুশনারা আলী ও রাষ্ট্রদূত এলিসন ব্লেক দু'টি গাছের চারা রোপন করেন।