শিক্ষা দিবসকে জাতীয় দিবসের স্বীকৃতি দেওয়ার আহবান ছাত্রলীগের
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) মহান শিক্ষা দিবসকে জাতীয় দিবসের স্বীকৃতি প্রদানের আহবান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর। মহান শিক্ষা দিবসের কর্মসূচী থেকে নগর ছাত্রলীগের নেতৃবৃন্দ আজ এ দাবী জানান। দিবসটি উপলক্ষে বেলা ১২ টায় নগরীর লালদিঘী জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে এক র্যালি নগরীর কোতোয়ালী মোড়, জিপিও মোড়, নিউমার্কেট হয়ে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
৬২ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকারের গণবিরোধী সংকোচনমূলক শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী তুমুল ছাত্র আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে উক্ত কর্মসূচী সংগঠনের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সঞ্চালনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি নোমান আল চৌধুরী, নাঈম রনি, ইয়াছিন আরাফাত কচি, নাজমুল হাসান রুমি, আমজাদ হোসেন, মঈনুল ইসলাম শিমুল, একরামুল হক রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, গোলাম সামদানী জনি, সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মন্ডলী আবু তারেক রনি, আবুল মনসুর টিটু, লিটন চৌধুরী রিংকু, মিনহাজুল আবেদীন সানি, হাসানুল আলম চৌধুরী, শাহরিয়ার হাসান, উপ-সম্পাদক পঙ্কজ শান্ত সৌম্য, আবু তৈয়ব, সহ-সম্পাদক সাব্বির সাকির, এহসানুল হক ববি, আবু সালেহ রিমন, শেখর দাশ, সদস্য আরাফাত রুবেল, মিজানুর রহমান মিজান, নগর ছাত্রলীগ নেতা বিকাশ দাশ, শহীদুল ইসলাম শহীদ, কুতুব উদ্দিন, রেজাউল করিম রিটন।