কাপাসিয়ায় ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পর্যায়ে ইমাম-মোয়াজ্জিন গণের জন্য ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
২১ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা কম্পিউটার ল্যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: মাকছুদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
ইউএনও মো: মাকছুদুল ইসলাম বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনদের নামে পৃথক ইমেইল একাউন্ট খুলে দেওয়া হবে এবং প্রত্যেকের আলাদা পাসওয়ার্ড থাকবে। এর মাধ্যমে কম্পিউটার ও অনলাইনে ইমাম মুয়াজ্জিনগণ ইসলাম ধর্ম সম্পর্কিত লেখাও জমা দিতে পারবেন।