আশুলিয়ায় দুই শ্রমিক কলোনীতে অগ্নিকান্ড; এক পরিবারের ৪ জন দগ্ধ
আব্দুস সাত্তার, সাভার: সাভারের আশুলিয়ায় দুইটি শ্রমিক কলোনী অগ্নিকান্ডের ঘটনা প্রায় ৩০ টি ঘর পুড়ে গেছে। এসময় অগ্নিদগ্ধ হয়েছে মা ও শিশুসহ একি পরিবারের চারজন। তিনজনকে আঙ্কাশজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক ও কাদের মহুরীর মালিকানাধীন দুই শ্রমিক কলোনী এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন-নাসিমা বেগম ও তার ৮ মাসের শিশু ছেলে নাদিম। নাসিমার বোন শান্তা ও বোনের স্বামী সোহেল। এরমধ্যে শান্তা স্থানীয় নারী শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বাকী তিননকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল হামিদ জানান, খবর পেয়ে ফায়র সার্ভিসের ৩ টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।