মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জেলা পরিষদের জমি দখল করে পাঁকা ভবন নির্মাণ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বটতলা বাজার এলাকায় জেলা পরিষদের জমি দখল কলে পাঁকা ভবন নির্মাণের কাজ চলছে । স্থানীয় পূর্ব বালিগাঁও এলাকার করিম শেখ (৬৫) ও লোকমান শেখ (৪৫) ঐ জমি দখল করে পাঁকা ভবনটি নির্মাণের কাজ চলাচ্ছে বলে স্থাণীয় সুত্রে জানাগেছে।সরজমিনে গিয়ে দেখা যায়, টঙ্গীবাড়ী-বালিগাঁও প্রধান সড়কের বালিগাঁও বাজার সংলগ্ন বটতলা এলাকায় জেলা পরিষদের জমিতে ইট দিয়ে প্রায় ১শ’বর্গ ফুট জায়গায় ভবন নির্মাণের কাজ চলছে । ইতিমধ্যে ভবনের তিন দিকের দেওয়ালের কাজ সম্পূর্ণ হয়েছে । উপরে টিন-কাঠ দিয়ে ছাওনি দেওয়ার কাজ করছে শ্রমিকরা।স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ওই ভবনটি দোকান হিসাবে ব্যবহারের জন্য করিম শেখ ও লোকমান শেখ তৈরি করছে ।এ ব্যাপারে দখলকারী লোকমান শেখ বলেন, ভবনটি আমার না করিম শেখের। এখানে আগেও দোকান ছিলো আমি ভাড়া নিয়েছিলাম। দোকানটি ভেঙ্গে যাওয়ায় নতুন করে তিনি পাঁকা ভবন করে দিচ্ছেন।এ ব্যাপারে টঙ্গীবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, বিষয়টি সর্ম্পকে আমি অবহিত নই। তহসিলদার পাঠিয়ে খবর নিবো।