বেনাপোল সীমান্তে ১০ বাংলাদেশি নারী-পুরুষ আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারী আটক হয়নি।
শুক্রবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটকরা হলেন, মুন্সিগঞ্জের ফরিদ ইসলামের ছেলে আলমগীর ইসলাম(৩৭),শেখ বাসেদের ছেলে হারুন শেখ(৫৮),পিরোজপুরের মুকুন্দ কুমার রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায়(৪০), বিকাশ চন্দ্র রায়ের ছেলে গবিন্দ রায়(১৬),বিকাশ চন্দ রায়ের স্ত্রী রমারানী রায়(৩৫),মেয়ে বণ্যা রায়(০৩), বাগেরহাটের মুকাম শেখের ছেলে রকিব শেখ(৩০),মাদারীপুরের গোপাল বাড়ইয়ের ছেলে জোবান বাড়ই(৫৫), যশোরের আলতাফ মোড়লের স্ত্রী কুলছুম (৪৫) ও পটুয়াখালীর নূর হোসেনের মেয়ে মমতাজ(২০)।
২১ ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মনজুর রহমান জানায়,তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে পাচারকারীরা একদল নারী,পুরুষকে সীমান্ত পারাপার করছে। পরে বিজিবি অভিযান চালালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০ জনকে আটক করে পুলিশে দেয় বিজিবি।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) হারুন বিষয়টি নিশ্চিত করে জানান,আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। শনিবার(২৩সেপ্টেম্বর) দুপুরে তাদের যশোর আদ্লতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।