ষোড়শ সংশোধনী ইনশাল্লাহ আমরা আবার ফিরিয়ে আনবো : আইনমন্ত্রী
বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে, সংবিধানের ষোড়শ সংশোধনী বহালে সরকার আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার দুপুরে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
এসময় তিনি বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে আমরা ষোড়শ সংশোধনী এনেছিলাম। আজকে উনারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দুইটা মামলায় ষোড়শ সংশোধনী বাতিল করে দিলেন।”
তিনি আরও বলেন, “আমরা শেষ আইনি চ্যালেঞ্জ পর্যন্ত যাব। বিচার বিভাগের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য, গণতন্ত্রের যাত্রাকে অব্যাহত রাখার জন্য, বাংলাদেশের সংবিধানকে নিষ্কলুষ রাখার জন্য ষোড়শ সংশোধনীতে যা ছিলো, ইনশাল্লাহ আমরা আবার ফিরিয়ে আনবো।”