বেনাপোলের অগ্রভূলট সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র মতবিনিময় সভা
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল সীমান্তের অগ্রভূলটে মাদক ও চোরাচালান প্রতিরোধে ২১ বিজিবি’র আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে অগ্রভূলট মাদরাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি’র খুলনার সেক্টর কমান্ডার কর্ণেল ওয়াহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোরের সহকারী জেলা প্রশাসক মোঃ হোসাইন শওকত, যশোরের অতিঃ পুলিশ সুপার শিকদার সালাহউদ্দিন, যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক নাজমূল কবির,বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, শার্শা থানার ওসি(তদন্ত) তাসমিম আলম, ২১ বিজিবির সিও লেঃ কর্ণেল তারিকুল হাকিম সহ প্রমুখ।
এছাড়াও পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান,গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সহ থানা পুলিশের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় জনগন।