চট্টগ্রাম জেলা পুলিশের মাল্টিপারপাস শেড এর নির্মান কাজ শুরু
এম.রফিকুল ইসলাম : চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাল্টিপারপাস শেড এর নির্মান চুক্তি ও কার্যক্রমের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। নির্মান কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য জনাব প্রফেসর ড.মো: ইফতেখার উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপর (সদর) জনাব মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জনাব মো: মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জনাব এ কে এম এমরান ভূঞা, সহকারী পুলিশ সুপার (সদর) জনাব জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ শাহজাহান মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নির্মান প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, পিপিএম এর ঐকন্তিক প্রচেষ্টায় এস আলম গ্রুপের অর্থায়নে নির্মিত হচ্ছে মাল্টিপারপাস শেড।
মাল্টিপারপাস শেড এ থাকবে বিশাল এসেম্বলী হল, প্রবেশদ্বার, লবি, স্টেজ, আসন স্থল, অভ্যর্থনা কক্ষ, আভ্যন্তরীণ ঝুলন্ত বারান্দা, অত্যাধুনিক গ্রীনরুম, অতিরিক্ত তলা, সাপোর্ট স্পেশ, কন্ট্রোল রুম, স্টোর রুম, অত্যাধুনিক টয়লেট, পার্কিং স্পেস, ইমার্জেন্সী রেস্ট রুম, অতিথিদের থাকার বিশেষায়িত কক্ষ, থিয়েটার, সাউন্ড সিস্টেম, অডিও-ভিজ্যুয়াল প্রজেকসন স্ক্রীন, ফুড সার্ভিস সেন্টার, স্টেজ লাইটিং ব্যবস্থা, অত্যাধুনিক বসার সব ব্যবস্থাসহ রয়েছে দর্শক গ্যালারীযুক্ত বারান্দা।
বছরব্যাপী জেলা পুলিশের বিভিন্ন প্রোগ্রাম, আরআরএফের ট্রেনিং, কনস্টেবল রিক্রুটমেন্ট, সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, বার্ষিক পুলিশ সমাবেশ, জাতিসংঘ মিশন টেস্ট, ঈদের জামাতসহ বিভিন্ন নানামুখি সামাজিক প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হবে এ মাল্টিপারপাস শেডে।