ধুনটে শিক্ষক না থাকায় শিক্ষা সংকটে শিক্ষার্থীরা
কারিমুল হাসান লিখন, ধুনটঃ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর আলিম মাদ্রাসায় নির্দ্দিষ্ট কিছু পদে শিক্ষক না থাকায় শিক্ষা সংকটে পড়েছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানে আইটিসি বিষয়ক শিক্ষক না থাকায় ঠিকমত পাঠদান করা সম্ভব হচ্ছেনা বলে মনেকরেন মাদ্রাসার প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। মাদ্রাসার পাঠদানে আইটিসি বিষয়ের শিক্ষক অত্যান্ত গুরুত্বপুর্ন। শিক্ষার্থীরা অন্যত্র প্রাইভেটের মাধ্যমে শিক্ষা অর্জন করায় সঠিক জ্ঞানের অভাবে প্রতিবছর পাশের হার কমে যাচ্ছে। গত ২০১৬ সালে মথুরাপুুর আলিম মাদ্রাসার পাশের হার ছিলো শতকরা ৪০ শতাংশ। ২০১৭ সালে তা কমে শতকরা ৩৫ শতাংশে নেমে এসেছে। আলিম বিভাগের ইংরেজী শিক্ষক দিয়ে দাখিল বিভাগের ইংরেজী ক্লাস নেয়া হতো বর্তমানে তিনিও ছুটিতে আছেন। সেকায়েফ শিক্ষক দিয়ে ক্লাস চালানো হচ্ছে তবুও শিক্ষার গুনগত মানের কোন উন্নতি লক্ষ করা যাচ্ছেনা বলে মনে করেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগন। পাঠদানে শিক্ষক সংকটের পাশাপাশি পাশের হার কম হওয়ায় দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে বলেও মন্তব্য করেন অনেকে।