রোহিঙ্গাদের কোনো স্বীকৃতি নয়: আমু
রোহিঙ্গাদের কোনো স্বীকৃতি দেয়া হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির এক সভায় তিনি এ কথা জানান।
রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে শরণার্থী মর্যাদা দেয়া হবে কি না- জানতে চাইলে মন্ত্রী আমু বলেন, সে রকম চিন্তা-ভাবনা আপাতত আমাদের নেই। আমরা তাদের সংখ্যাটা হিসেব রাখছি এবং আমরা চাই তারা তাদের স্বস্থানে ফিরে যাক।
মন্ত্রী আরো জানান, রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা চলছে— সরকার তাদের ফিরিয়ে দেয়ার চেষ্টা করছে।
গত মাসের ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ ফাঁড়ি ও সেনা ক্যাম্পে হামলার পর সেনা অভিযানের প্রেক্ষাপটে ২৫ আগস্ট থেকে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নেমেছে। এ পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।