শ্রীপুরের শাপলা কাব এ্যাওয়ার্ড প্রতিযোগিতায় প্রথম আদিবা রাইসা
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশে জাতীয় পর্যায়ে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রতিযোগিতা গত ২২ সেপ্টেম্বর ৬ থেকে ১১ বছরের শিশু স্কাউট নিয়ে সাতার প্রতিযোগিতা ও লিখিত পরীক্ষা শেষ হয়েছে। গাজীপুর জেলায় মৌচাক অঞ্চলে ২৯ জন প্রতিযোগি অংশ নিলে শ্রীপুর উপজেলা থেকে ১৬৬ টি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলা পর্যায়ে প্রথম হয়ে শ্রীপুরের আদিবা রাইসা(১০) একমাত্র প্রতিযোগী হিসেবে অংশগ্রহন করে।রাইসা শ্রীপুরের ৩নং গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনী থেকে এবার পিএসসি পরীক্ষা দিবে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত আদিবা রাইসার বাবা আব্দুর রউফ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারি শিক্ষক ফোরাম শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তার মাতা সামসুন্নাহার গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
রাইসার মাতা সামসুন্নাহার বলেন,শিক্ষকেরে সন্তান হিসেবে তাদের মেয়ের এ সাফল্য নিয়ে তারা গর্বিত।তাদের বড় মেয়ে আনিকা তাহসিনা একজন কৃতি ছাত্রী হিসেবে উত্তরা রাজউজ স্কুল এন্ড কলেজে বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান বলেন, শাপলা কাব এ্যাওয়ার্ড কাবদের সর্বোচ্চ পদক যা মাননীয় প্রধান মন্ত্রী নিজ হাতে এ এ্যাওয়াড বিজয়ীর হাতে তুলে দেন। শ্রীপুরের শ্রেষ্ঠ কাব পদক রাইসাকে নিয়ে গর্ববোধ করেনএবং বিজয়ী হিসেবে পদক পাবেন বলে আশাবাদী।
লেখাপড়ার পাশাপাশি নাচ,গান,আবৃতি,চিত্রাংকন ছাড়াও নানা রকম সৃজনশীল কাজেও রয়েছে পারদর্শিতা।উপজেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ও কবিতা আবৃতিতে প্রথম স্থান অধিকারি রাইসা এগিয়ে যেতে চায় সকলের সহযোগিতায়।