রোহিঙ্গা সংকটের মূল এবং সমাধান দুটোই মিয়ানমারের: ফিলিপ্পো গ্রান্ডি
রোহিঙ্গা সংকটের মূল এবং সমাধান দুটোই মিয়ানমারের—সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
অবিলম্বে সহিংসতা বন্ধ করে, রাখাইন রাজ্যে মানবাধিকার কর্মীদের প্রবেশাধিকার দিতে মিয়ানমারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চাহিদা অনুযায়ী ত্রাণ সহায়তা দিতেও দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউএনএইচসিআরের এ কর্মকর্তা।
আর মধ্যবর্তী সময়ের জন্য রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তরে সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ফিলিপ্পো গ্রান্ডি।
কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে এসে রাজধানীতে সংবাদ সম্মেলনে তাদের দুর্দশার কথা তুলে ধরেন ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
তার হিসেবে রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
কফি আনান কমিশনের সুপারিশের মধ্যেই রোহিঙ্গা সংকটের সমাধান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব মিয়ানমার সরকারের।
শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধানের পথে এগুনোর আগে অবিলম্বে কিছু পদক্ষেপ নিতে মিয়ানমারের কাছে আহ্বান জানিয়েছেন ফিলিপ্পো গ্রান্ডি।
রোহিঙ্গাদের জীবন ধারণ নিশ্চিত করার জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যগত ত্রাণ সহায়তা বাড়াতে দাতাদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি