বেনাপোলে দুদকে’র সততা ষ্টোর চালু করলেন মেয়র আশরাফুল আলম লিটন
শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি।।স্থানীয় সরকারী মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের বরাদ্ধ কৃত একটি কক্ষে সততা ষ্টোর খোলা হয়।এখানে শিক্ষা-সামগ্রী সহ ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিস পাওয়ার যাবে,তবে এধরনের ষ্টোরে কোন বিক্রেতা থাকবে না।ক্রয়কারীকে তার প্রয়োজনীয় সামগ্রী গ্রহন করে ধার্য্যকৃত মুল্য সেখানে রাখা ক্যাশ বাক্সে পরিশোধ করতে হবে।বেনাপোল সততা ষ্টোর চালু করে এ থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীরা সততার শিক্ষা পাবে বলে মেয়র আশরাফুল আলম লিটন তার উদ্বোধনী বক্তব্যে তুলে ধরেন,সুলভ মুল্যে এবং ভাল মানের শিক্ষা সামগ্রী ছাত্র-ছাত্রীরা তার প্রয়োজন মুহুর্তে হাতের কাছে পাবে সাথে সাথে প্রতিটি ছাত্র-ছাত্রী ছোট থেকেই সততার বিশ্বসততা নিয়ে বেড়ে উঠবে এটা সত্যিই আমাদের জাতীর জন্য অত্যান্ত মুল্যবান পদক্ষেপ বলে এ স্কুলের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক মোঃ রমজান আলী শিক্ষিকা হাসিনারা বেগম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা এই অভিমত ব্যক্ত করেন।
তারা দুদকে’র এই উদ্দ্যোগকে সাদুবাদ জানিয়েছেন,দুদক প্রতিরোধ কমির্টি’র শার্শা উপজেলার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আহসান উল্লাহ মাস্টার দুদকে’র এই কার্য্যক্রমকে গতানুগতিক ভাবে কার্য্যক্রম পরিচালনার জন্য এ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের একান্ত সহায়তা কামনা করেন,অতি উৎসাহে মোছাঃ মুন্নিয়া খাতুন,মারিয়া,সানজিদা,তানজিলা সহ বেশ কয়েক জন ছাত্রী সকলের সম্মুখে সততা ষ্টোর থেকে তাদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ক্রয় করে,এবং নির্দ্ধারিত ক্যাশ বাক্সে মুল্য পরিশোধ করে।
অনুষ্ঠানে দুদকে’র শার্শা কমিটি’র সাধারন সম্পাদক আক্তারুজ্জামান লিটু,সদস্য- মোস্তাফিজুর রহমান রুবেল,সদস্য-শারমিন আকবার সহ দৈনিক মাতৃছায়ার বেনাপোল প্রতিনিধি মোঃ সাহিদুল ইসলাম শাহীন,দৈনিক খবর বাংলাদেশ বেনাপোল প্রতিনিধি আয়ুব হোসেন পক্ষী উপস্থিত ছিলেন।