সঞ্চয়পত্রের উচ্চ সুদ হার মুদ্রানীতি বাস্তবায়নে বাধা: গভর্নর
নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬.৩, আর সরকারি খাতে ১২.১ শতাংশ ধরা হয়েছে। আর মুদ্রাস্ফীতি ধরা হয়েছে ৫.৫ শতাংশ।
বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০১৭-১৮ বছরের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবীর।
এ সময় তিনি জানান, সঞ্চয়পত্রের উচ্চ সুদ হার মুদ্রানীতি বাস্তবায়নে বাধা।