বান্দরবানে পৌরসভা তে এক সপ্তাহব্যাপী ইলেকট্রনিক পদ্বতিতে ভোটার তালিকা হালনাগাত কার্য্যক্রম।
চাইথোয়াইমং মারমা রৌদ্র প্রতিনিধি বান্দরবান :বান্দরবানে পৌরসভাতে মোট নয়টি ওয়ার্ডে ভোটার তালিকা ইলেকট্রনিক নিয়ম পদ্ধতি মেশিনের কার্য্যক্রম চালিয়ে যাচ্ছে। রোজ সোমবার পৌরসভা কার্য্যলয়ে সরেজমিনে ঘুরে এসে দেখি যে,সকাল বেলায় হতে পুরোদমে নারী ওপুরুষবৃদ্ধসহ লাইনের দাঁড়িয়ে ভোটার তালিকা নতুনসহ ভোটারবিহীন বাদ পড়ে যাওয়া সাধারণ জনগনকে অন্তরভুক্ত লিপিবদ্ধ করতে দেখা যায়।উক্ত কার্য্যক্রমের নিয়োজিত অাছেন জনাব,এএস সাহাদাত হোসেন বান্দরবান উপজেলার নির্বাচনী অফিসার তিনি জানান,সপ্তাহ ব্যাপী অামাদের ভোটার তালিকা হালনাগাত অন্তভুক্ত কার্য্যক্রম চলছে।অাজকে দিনের প্রায় ২০০জন কে ভোটার নতুন তালিকা অন্তভুক্ত করেছি।অানুমানিক নয় ওর্য়াড মিলে পৌর এলাকাতে সর্বমোট প্রায়-একহাজার পাচঁ শত জন সাধারন জনগন ভোটারবিহীন কে অর্ন্তভুক্ত করেছে বলে তিনি জানিয়েছেন।এতে কার্য্যক্রমে সার্বিক অারো সহযোগিতায় করেছে ৮নং ওয়ার্ডও ৯নং ওয়ার্ড কমিশনার জনাব মো:অাবুল কালাম এবং মো:হাবিবুর রহমানসহ অন্যান্য পৌর অফিসে সকল কর্মকর্তাবৃন্দ সহ উক্ত ভোটার হালনাগাদ কার্য্যক্রমকে অক্লান্ত পরিশ্রমের সবাই সহযোগিতায় এগিয়ে অাসেন।২নং প্যানেল মেয়র বলেন,অাজকের অামাদের পৌর মেয়র জনাব সাইফুল ইসলাম বেবি তিনি এক বিশেষ মন্ত্রী মহোদয় অামন্ত্রন প্রোগ্রামের জন্য নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা দেরকে সাহায্যে সহযোগিতায় কার্য্যক্রমের লক্ষ্য উদেশ্য বান্দরবান ত্যাগ করেন বলে তিনি জানান।এব্যাপারে মেয়র মহোদয় সাথে অালাপ অালোচনা বা যোগাযোগ করতে পারেনি। সাধারণ জনগনরা এই পদ্ধতি কার্য্যক্রমকে স্বাগত জানাই।শেষান্তে নির্বাচনী অফিসার নিউজ মেডিয়াকে অাবার বলেন অাগামীতে এ রকম কার্য্যক্রম চলমান থাকবে।