নড়াইলে জামায়াতের ২ নেতা আটক
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে নাশকতার দুটি মামলায় জেলা জামায়াতের আমীর মীর্জা আশেক এলাহী (৬৮) ও পৌর জামায়াতের সাবেক আমীর মাস্টার নবীর হোসাইন (৬৫)কে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নড়াইলে আমলী আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন জানান। এ সময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, ‘২০১২ সালের ৫ নভেম্বর বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনালে পুলিশের অনুমতি না নিয়ে মিছিল বের করে জামায়াত। পুলিশ বাধা দিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে’।
জানা গেছে, আত্মসমর্পণ করা ওই দুই জামায়াত নেতা মামলার পর থেকে প্রায় পাঁচ বছর ধরে আত্মগোপন করে ছিলেন। মীর্জা আশেক এলাহী জামায়াতের আমীরের দায়িত্ব পালনের আগে দীর্ঘদিন ধরে সেক্রেটারির দায়িত্ব পালন করেন। মাস্টার নবীর হোসাইন দীর্ঘদিন ধরে জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।#