বাকেরগঞ্জ আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু
উত্তম কুমার, বাকেরগঞ্জ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা, তহবিল গঠন, দল ভারি ও ডাটাবেজ তৈরির জন্য সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। ৩ দিন ব্যাপী এই কার্যক্রম শুরু হয়েছে ২৯ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাচ্ছেন দলের হ্যাভিওয়েট নেতারা। সিনিয়র নেতাদের উপস্থিতি এবং দিক নির্দেশনামূলক বক্তব্যে উজ্জীবিত হয়ে ওঠছে তৃণমূলের নেতাকর্মীরা। বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া বিভিন্ন ইউনিয়নে গিয়ে তৃণমূলের নেতাকর্মীদের হাতে তুলে দিচ্ছেন সদস্য সংগ্রহ ফরম। তারা ইতিমধ্যে উপজেলার ১৪টি ইউনিয়নের ভরপাশা, চরামদ্দি, চরাদি, দুধল, দাড়িয়াল, ফরিদপুর, দূর্গাপাশা, কবাই ও নলুয়া ইউনিয়নের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেছেন। এসময় বক্ত্যারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের বিশ্বাস এই সদস্য সংগ্রহ অভিযান আওয়ামীলীগকে আরো শক্তিশালী ও তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন, বরিশাল জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম খান খোকন, যুবলীগ নেতা মাহফুজুর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শাহ আলম ঢালী, সাধারণ সম্পাদক জহিরুল হক সেন্টু, পৌর যুবলীগ দপ্তর সম্পাদক খান মোহাম্মাদ সেলিম, সহ-দপ্তর সম্পাদক অহিদুজ্জামান পলাশ, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি মহিদুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন, ফরিদপুর ইউনিয়নের সাবেক সভাপতি ওবায়েদুল হক, যুবলীগ নেতা মীর মো. রিমন প্রমুখ।